surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাক্তন নেতৃবৃন্দের শ্রদ্ধা


এপ্রিল ২৬, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সংগঠনটির প্রাক্তন নেতৃবৃন্দ। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে প্রাক্তন নেতৃবৃন্দ স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ঐতিহ্য বজায় রেখে ছাত্র ইউনিয়ন আগামীতে শিক্ষা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজ প্রগতির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে এমন প্রত্যয় ব্যক্ত করেন৷ এর আগে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন, এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম কাউছার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সভাপতি মতিউর রহমান, সপ্তর্ষী দাস, এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাবিল এইচ, কোষাধ্যক্ষ রনি দাশ, প্রচার প্রকাশনা সম্পাদক রিপন ঘোষ, সাবেক ছাত্র নেতা অটল হৃষী, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের বর্তমান সভাপতি দীপংকর সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।