surmavoice24.com
সিলেটশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮
আজকের সর্বশেষ সবখবর

কোমল পানীয় পান করে সুনামগঞ্জের দিরাইয়ে তরুণের মৃত্যু


এপ্রিল ২৮, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় রুম্মান হোসেন (১৮) নামের এক তরুণের রহস্যজনক

মৃত্যু হয়েছে। তিনি দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের প্রবাসী আঙ্গুর মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা যায়,উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রাম থেকে দিরাই
রুম্মান হোসেন পৌর সদরের দাউদপুর গ্রামে বসবাস করছেন। শুক্রবার দুপুরে রুম্মান হোসেন ঘরে ফিরে মাকে বলে আমি টাইগার(কোমল পানীয়)খেয়েছিলাম এখন আমার অশান্তি করছে। এরপর পরেই সে মাটিতে ঢলে পড়ে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,কী কারণে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।