দোয়ারাবাজার প্রতিনিধি:
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তাজির মেম্বার কর্তৃক নিরীহ মানুষের জমি দখল সম্পর্কিত সংবাদকে অপপ্রচার অ্যক্ষা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিনের বিরুদ্ধে নিরীহ মানুষের ১০ একর জমি দখল করে পুকুর খননের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাজির উদ্দিন বলেন, সম্প্রতি বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম সহ যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
উল্লেখিত অভিযোগ ভিত্তিহীন দাবি করে সাবেক ইউপি সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিন বলেন, একটি কুচক্রি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
তিনি বলেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা ও অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সরকারি জায়গা দখল, মাদক, জুয়াসহ যেকোন অপরাধের প্রতি ঘৃণা রেখেই আমার পথ চলা। এছাড়া আমি একজন রাজনৈতিক নেতা ও সাবেক ইউপি সদস্য। নিয়ম মেনে নৈতিক ও পেশাগত দায়িত্ব থেকে সততা ও সাহসিকতার সহিত কাজ পরিচালনা করে আসছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে, সম্প্রতি সমাজের কিছু কতিপয় ব্যক্তি ও আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইশারায় সম্পূর্ণ মিথ্যা ঘটনার বিবৃতি স্থাপন করা হয়েছে। এসময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।