সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের পার্শ্ববর্তী কিয়ামকাড়া নামক স্থান মাছ ধরতে গিয়ে হোরন মিয়া(৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি উপজেলার মধ্য রাজনগর গ্রামের মৃত হোসেন মিয়ার পুত্র। রোববার ৩০ মার্চ দুপুর আনুমানিক ১টার সময় এ নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজের আত্মীয় ও থানা সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় দুপুর একটার সময় কিয়ামকারাতে মাছ ধরতে যায় সে। এ সময় মাছ ধরতে পানির উপরিস্থল থেকে ২৫/৩০ ফুট নিচে মাছ ধরতে যায়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।
নিখোঁজের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় পরিদর্শন করেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচে খোজাখুজি করলেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।