তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীপাড়ের বাদাম ক্ষেত থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধার করেছে আব্দুস ছবুর মিয়া নামে এক কৃষক। উদ্ধারকৃত বানরটি নিজ বাড়িতে সেবাযত্ন করছেন গত দুদিন ধরে। তবে বানরটিবন্দি অবস্থায় খাওয়া দাওয়া করছে না।
গতকাল মঙ্গলবার (০২এপ্রিল) বিকেলে উপজেলার যাদুকাটা নদীপাড়ে বাদাম ক্ষেত এই বানরটি পাওয়া যায়।
কৃষক আব্দুস ছবুর জানায়, যাদুকাটা নদীপাড়ে দুপুরে আমার বাদাম ক্ষেত যাই। এসময় পাশে থাকা এক জনকে কামড় দেয় এই বানরটি। পরে আমি আমার কাছে থাকা একটি লাঠি ধরলে লাঠিতে উঠ-বসতে থাকে। পরে বানরটিকে আমি বাড়িতে নিয়ে আসি। আসার পর থেকে খাবার দিলে খাচ্ছেনা। চুপ করে বাড়িতে কাঠের ধরনায় মুখ লুকিয়ে বসে থাকে। বানরটি প্রস্থে প্রায় একফুট হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান,এই বিষয়ে বনবিভাগকে জানোনো হচ্ছে। বনবিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।