সিলেটের কোম্পানীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আবারও আলোচনায় আসলেন আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন ও তার ভাগ্না রাসেল আহমদ। মঈন উদ্দিন মিলন নামের এক সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। বুধবার সকাল প্রায় সারে নয়টায় উপজেলার দয়ার বাজারে এ ঘটনা ঘটে। এর আগে কয়েক বছর পূর্বে জলিল ও ফখর নামে দুই সাংবাদিককে লাঞ্চিত করেন সাহাব উদ্দিনের ভাগ্না রাসেল। সে ঘটনাটি ততটা চাউর না হলেও ৫৩ মিনিটের একটি নির্যাতনের অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
সম্প্রতি মঈন উদ্দিন মিলন নামের আরেক সাংবাদিককে পিটিয়ে আলোচনায় আসেন মামা-ভাগ্নে সাহাব উদ্দিন ও রাসেল।
সূত্রে জানা যায়,ধলাই নদীতে রাতের লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করেন সাহাব উদ্দিন ও তার ভাগ্না রাসেল। পাথর উত্তোলনের ফলে স্থানীয় দয়ার বাজার ও লিলাই বাজারের আশেপাশে অনেক স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত স্থানের ছবি তুলতে গেলে সাহাব উদ্দিন ও তার ভাগ্না রাসেল আহমদ সাংবাদিক মঈন উদ্দিন মিলনের উপর চড়াউ হয়। এক পর্যায়ে ৭/৮ জনের একটা গ্রুপ সাংবাদিক মঈন উদ্দিন মিলনকে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এরপর তার হাতে থাকা দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় স্থানীয় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা একই দিন রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়কে অবগত করলে তিনি সাহাব উদ্দিনকে থানায় ডেকে এনে শাসিয়ে দেন।