surmavoice24.com
সিলেটমঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৫
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জে বর্ডার হাটের উদ্বোধন


মে ৬, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বাংলাদেশ-ভারত যৌথ বর্ডার হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হাট উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উদ্বোধন শেষে বর্ডার হাটের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী ইমরান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সোহরা কাস্টমস অফিসের ইন্সপেক্টর আনান্দ ঝাঁ।ভোলাগঞ্জ বিএসএফ কোম্পানি কমান্ডার নিতিন উপাধ্যায়, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও ভারত-বাংলাদেশ বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাসহ জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,ইয়াকুব আলী,উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম কামরান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ, এম সাইফুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক সুমন আহমদ সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুব লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।

উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে, রতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস ও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার ২দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বর্ডার হাটে ভারতের ২৬টি ও বাংলাদেশের ব্যবসায়ীদের জন্যে ২৪টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। এর আগে আবেদনকারী বিক্রেতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হয়।

আবেদনকারী ক্রেতাদের মধ্যে বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে কার্ড বিতরণ করা হয়। সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,রাজনীতিবীদ, ও সংবাদিকদের জন্যে ভিজিটর কার্ড প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আবেদনকারীদের কার্ড যাচাই-বাছাই শেষে বিতরণ প্রক্রিয়া শেষ হয়েছে।

একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের (সমমান বাংলা টাকা) পণ্য ক্রয় করতে পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। উক্ত টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এই হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। হাটে স্থানীয় ভাবে উৎপাদিত সব ধরনের পণ্য বিক্রি করা হবে। আপাতত সব ধরনের মাছ বিক্রয়ে অনিহা প্রকাশ করেছে হাট ব্যবস্থাপনা কমিটি। তবে চাহিদা অনুযায়ী পরবর্তিতে পণ্য বিক্রয়ের তালিকা বৃদ্ধি করার ইঙ্গিত দেন হাট ব্যবস্থাপনা কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ-ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে ২৪ কিংবা আগামী ৩১ ডিসেম্বর তারিখে হাট উদ্বোধনের জন্যে ভারতীয় প্রতিনিধিদের কাছে প্রস্তাব করেন বাংলাদেশের প্রতিনিধিরা। তবে ২৫ ডিসেম্বর ক্রিসমাস দিবস ও ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের কারণে উদ্বোধন পেছানো হয়। সম্ভাব্য উদ্বোধনের জন্যে মার্চ মাসকে বেছে নিয়েছিল কিন্তু নানান কারনে মার্চে উদ্বোধন করা সম্ভব হয়নি। এরপর গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মাঝে চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠক উদ্বোধনের তারিখ চূড়ান্ত হয়।

সীমান্ত হাট ব্যবস্থাপনায় একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি), কাস্টমস বিভাগের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন করে প্রতিনিধির সমন্বয়ে সেই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় দুইদিনব্যাপী বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ-মেঘালয় সীমান্তের সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের ভোলাগঞ্জ ভারত-বাংলাদেশ সীমান্তের ১২৪৮/১২ এস এবং ১১ এস পিলারের কাছে দুই দেশের সমপরিমাণ ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ করা হয়।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে নির্মাণকাজ শুরু হয়। ওই বছরেই শেষ করা হয়েছিল নির্মাণ কাজ। ২০২০ সালের ডিসেম্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী এই বর্ডার হাট উদ্বোধনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তখন বর্ডার হাট চালু করা সম্ভব হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।