দৈনিক ইনকিলাব পত্রিকার সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালামের পিতা প্রবীণ ব্যক্তিত্ব মো. আব্দুর রহিম আর নেই। মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৯০ বছর। একই বাদ আছর জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন বলে জানান মৃতের ছেলে সাংবাদিক আব্দুস সালাম।
এদিকে সাংবাদিক সালামের পিতার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন,সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ-সম্পাদক সোহেল রানা ও প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।