surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চুরির দুই ঘন্টা পর মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার দুই


মে ১১, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মোটরসাইকেল চুরির দুই ঘন্টার মধ্যেই জালালাবাদ থানা এলাকায় উদ্ধার হয়। বুধবার দিবাগত রাত সারে ১২ টার সময় জালালাবাদ থানার শিবের বাজার পুলিশ ফাড়ির সদস্যরা মোটর সাইকেল উদ্ধারপূর্বক দুইজনকে আটক করেন।

আটককৃতরা হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের আব্দুর রহিমের পুত্র আতিকুর রহমান (১৯) ও ভোলাগঞ্জ আদর্শ গ্রামের আব্দুল মোত্তালিবের পুত্র ফরহাদ হোসেন(১৮)।

কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ১১ টার দিকে উপজেলার উত্তর বুড়দেও গ্রাম থেকে মোটর সাইকেলটি চুরি হয়। চোর চক্রের সদস্যরা মোটর সাইকেলটি সালুটিকর এলাকার বহর ঘাট হয়ে সিলেট সদরে নিয়ে যাচ্ছিলেন। সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানার শিবের বাজার পুলিশ ফাড়ির সদস্যরা চেকপোস্ট করাকালীন সময় সাইকেল আরোহীদের গতিবিধি সন্দেহ হলে মোটরসাইকেল সহ তাদের আটক করেন। আটকের পরে জানতে পারেন আটককৃত সাইকেলটি কোম্পানীগঞ্জ থেকে চুরি হয়েছে। মোটরসাইকেল উদ্ধারের পরপরই কোম্পানীগঞ্জ থানাকে অবগত করেন জালালাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। এরপর উপজেলা পিআইও কার্যালয়ের খাদ্য সহকারী তরুন অধিকারী বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

উদ্ধারকৃত মোটরসাইকেলটি অফিসের কাজে ব্যবহার করতেন উপজেলা পিআইও কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাশ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।