সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’ এর মুহতামিম ও দরগাহ মসজিদের খতিব এবং দেশের খ্যাতিমান আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) আর নেই।
বুধবার মাগরিবের নামাজের পর তিনি মাদ্রাসাস্থ নিজের বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য ছাত্রশিক্ষক রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ শুনে বুধবার রাতে অসংখ্য ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষ দরগাহ মাদ্রাসায় ভিড় করেন। সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা খলিলু রহমান মাওলনা গাছবাড়ির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন জানাযার সময় এখনও নির্ধারণ করা হয়নি। মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর হিসেবে বেশি পরিচিত।
১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফখরোচটি গ্রামে জন্ম গ্রহন করেন। লেখাপড়া করেন নিজ এলাকার গাছবাড়ি মাদ্রাসায়। পরবর্তীতে হাটহাজারি মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেন এবং সিলেটের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন।
তিনি হেফাজতে ইসলামের সিলেটের জেলা সভাপতি ছাড়াও কওমি মাদ্রাসা বোডসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।