দোয়ারাবাজারে পাখির বাসা থেকে ছানা খুজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে পাখির বাসা খুঁজতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোজাক্কির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোজাক্কির হোসেন লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও লামাসানিয়া গ্রামের আব্দুল বারিকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী দুপুরে পাখির বাসায় ছানা খুঁজতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে পরিবারের এখন শোকের মাতম চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।