রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।
আগামীকাল সোমবার (২২ মে) বেলা ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। সেটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করেছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করতে এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে মিছিল সহকারে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।