দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল আর নয় হয়রানি ২৮ দিনে নামজারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দোয়ারাবাজার উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, নারী নেত্রী শামসুন নাহার, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ সম্পাদক আশিক মিয়া, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিব্বির আহমদ, মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।