সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের দ্বিতীয় এবং গাজীপুরের প্রথম মহিলা মেয়র নির্বাচিত হলেন জায়েদা খাতুন। দেশের প্রথম মহিলা মেয়র নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডা. সেলিনা হায়াৎ আইভি।
নৌকা প্রতিক প্রাপ্ত আজমত উল্লাহ খানের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের হাসি হাসলেন জায়েদা খাতুন। তিনি পেয়েছেন ২৩৮৯৩৪ ভোট। আজমত উল্লাহ খান পেয়েছেন ২২২৭৩৭ ভোট। জায়েদা খাতুন ১৬১৯৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতিকের আজমত উল্লাহ খানকে পরাজিত করেন।
বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে এ ফলাফল ঘোষণা করেন। ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার ও ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটিতে ৬৫ লাখ মানুষের বসতি। নতুন নগরমাতা জায়েদা খাতুন। জন্ম ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি গাজীপুরের কানাইয়া এলাকায়।তার স্বামী মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
মনোনয়নপত্র দাখিল করার আগে জায়েদা খাতুনকে রাজনীতিতে দেখা যায়নি। মূলত সাবেক মেয়র ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে আসেন।