ধলাই নদী থেকে অবৈধ উপায়ে উত্তোলিত ও ইজারাবর্হিভূত স্থান থেকে বালু লোড করে নিয়ে যাওয়ার সময় বেপরোয়া ট্রাক চাপায় আব্বাস মিয়া নামের এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৭টার সময় ধলাই ব্রীজের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানকান্দি গ্রামের আব্দুল বারেকের পুত্র।
প্রত্যক্ষদর্শী শাহিন মিয়া জানান, বালু লোড করে নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক দিয়ে ছুটে আসা মোটরসাইকেল আরোহী আব্বাস মিয়াকে চাপা দেয় ঘাতক ট্রাক ড্রাইভার। ট্রাক চাপায় আব্বাস মিয়ার বাম-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহতবস্থায় আব্বাস মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধা জনতা ধাওয়া করে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সাকেরা (পাড়ুয়া) নামক স্থানে আটক করেন।
নিহত আব্বাস মিয়া উপজেলার টুকেরগাও গ্রামে জননী ফার্মেসীর মালিক। এছাড়াও তিনি শরিফ ফার্মা নামে ড্রাগস কোম্পানির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় কোম্পানির সেলস সংক্রান্ত কাজে দয়ার বাজার থেকে টুকের বাজারে আসছিলেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ধলাই ব্রীজের উত্তরাংশ,কলাবাড়ি,কালীবাড়ি ও দয়ার বাজার সংলগ্ন ধলাই নদী থেকে ইজারাবর্হিভূত বালু উত্তোলন করছে একটি চক্র। উত্তোলিত বালু কলাবাড়ির বিভিন্ন উন্মুক্ত স্থানে মজুদ করে আসছে। মজুদকৃত বালুবাহী বেপরোয়া ট্রাক চলাচলের সময় স্থানীয় পথচারীরা বিভিন্ন সময় দূর্ঘটনার শিকার হোন।
এর আগে ইজারাবর্হিভূত উত্তোলিত বালু পরিবহনকালে ঘাতক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট। জরিমানা করার এক ঘন্টা পরে বেপরোয়াভাবে ট্রাক চলাচলের সময় এ দূর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় সুরমা ভয়েসকে বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।