surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারায় যুবকের লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে উদঘাটিত হয়নি


মে ২৭, ২০২৩ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া গ্রামের মোহাম্মদ ফয়েজ মিয়ার পুত্র মোঃ আল আমিন (২৮) নামে বাড়ী থেকে প্রায় দুই-তিন শত ফুট দূরে বোরো দান ক্ষেতের ভিতরে তাঁর লাশ পাওয়া যায়।

গোপন সূত্রে জানা যায়, নিহত ব্যাক্তি দীর্ঘদিন যাবত ভারতীয় চোরাচালানের সাথে জড়িত ছিল। প্রায়সই ভোর বেলা বাড়ী থেকে বাহির হয়ে যান। ভারতীয় অবৈধ চিনি সহ আর বিভিন্ন রকমের পণ্য আনা নেওয়ার সাথে জড়িত।

পারিবারিক সূত্রে জানা যায়,আল আমিন ভোর পাঁচটার সময় ঘর থেকে বাহির হয়ে যান। এর কিছুই তারা বলতে পারিনা বলে জানান। এসময় কান্নায় ভেঙ্গে পরেন আল আমিনের মা- বাবা ও তার পরিবারের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন,আল আমিনের মা- বাবা সহ তারা অত্যান্ত নিরীহ প্রকৃতির লোক। আমরা খবর পেয়েছি,আল আমিন ভোরবেলা তার ঘর থেকে হাওরের দিকে মাছ ধরতে গেলে অনুমান ৩০ থেকে ৪০ মিনিট পর বজ্রপাতের বিকট শব্দ শূনতে পেয়েছি আমাদের ধারণা সে বজ্রপাতেই মারা গেছে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌছালে প্রকাশ্যে ও গোপনে আল আমিনের লাশের তথ্য সংগ্রহ করে তার সুরতাল রিপোর্ট প্রস্তুত করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।