জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সুরমা ভয়েস ২৪ ডট কম এ গতকাল ২৮ মে শনিবার “৯৯৯ এ ফোন দিয়েও ভারতীয় চিনি আটক করেনি কোম্পানীগঞ্জ পুলিশ” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সংবাদ প্রকাশের প্রায় ৪ ঘন্টা পেরোতেই ভারতীয় চিনিবাহী পিকআপ আটক করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এ সময় পিকআপে ভারতীয় লেবেলকৃত চটের বস্তাভর্তি ৬০ বস্তা চিনিসহ তিনজনকে আটক করে। রাত প্রায় সারে ১০ টার সময় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রগাঁও ব্রীজের উপর পুলিশি চেকপোস্টে ভারতীয় এসব অবৈধ পণ্য আটক করেন। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলার দলইরগাঁও মাঝপাড়া গ্রামের মৃত মকবুল আলীর ছেলে মো: শেখ উদ্দিন (৫১), কুতুব উদ্দিনের ছেলে আব্দুর রহিম (২১) ও মৌলভীবাজারে রাজনগর এর আব্দুল ছাত্তার ওরফে কালা মিয়ার ছেলে শাহ আরেফিন (১৯)। পরবর্তিতে উদ্ধারকৃত ভারতীয় চিনি মামলার আলামত ও আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়। মামলা নং ২৩। এজাহারে আরও ১/২ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।
সূত্রে জানা যায়, জব্দকৃত চিনির মালিক গ্রেফতারকৃত শেখ উদ্দিন। এছাড়াও ফারুক (৫০) নামে আরও একজন ব্যক্তি এই জব্দকৃত চিনির মালিক বলে জানা যায়।
গ্রেফতার শেখ উদ্দিনের ব্যবসায়ীক পার্টনার ফারুক মিয়া প্রতিবেদককে বলেন, থানার এক পুলিশকে মাসে ২৫ হাজার টাকা দিয়ে চিনির চালান নিয়ে যাই। টাকা নিলো, মালও আটক করলো!
এদিকে আটক চিনি,পিকআপ এবং আটক তিনজনকে ছাড়িয়ে নিতে রাতভর দেনদরবার করেন একটি চক্র। একটি সূত্রে জানা যায়, তিনজনকে ছাড়ানোর কথা বলে ফারুক মিয়ার কাছ থেকে এক ব্যক্তি ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।