সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলাম পুর ইউনিয়নের ১ নং রাধানগর গ্রামের গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মারা গেছেন। সোববার (২৯ মে) রাত ঢাকা একটি প্রাইভেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাহার নিজ বাড়ীর সামনে মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিনের উপস্থিতিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আলা উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।