সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ বলেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। লন্ডনে বসে তারেক জিয়া ষড়যন্ত্র করছে। আর দেশের ভেতরে থাকা জামায়াত-বিএনপির প্রেতাত্মারা সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে মরিয়া। দেশকে ধংস করার জন্যে জামায়াত বিএনপি ষড়যন্ত্রের যে নীল নকশা আকা হচ্ছে তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ নন্দিরগাঁও ইউনিয়ন তাঁতী লীগই যথেষ্ট।
মঙ্গলবার বিকাল ৫ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নন্দিরগাঁও ইউনিয়ন তাঁতী লীগের কর্মী সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, বিএনপি নালিশ পার্টিতে রুপ নিয়েছে। তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই বিশ্ব মোড়লদের কাছে নালিশ দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। এই ষড়যন্ত্র রুখতে তাঁতী লীগকে সংগঠিত হতে হবে।
উপজেলা তাঁতী লীগের সভাপতি দ্বীপক চক্রবর্তী নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুদ্দিন, সিলেট জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও আলী আহমদ, উপ সমাজ কল্যাণ সম্পাদক মোবারক আলী আইন সম্পাদক এডভোকেট রঞ্জু দেবনাথ,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ উপ দপ্তর সম্পাদক আলাজুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক জিকরুল ইসলাম প্রমুখ।