surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:২৬
আজকের সর্বশেষ সবখবর

গাঁজাসহ কোম্পানীগঞ্জ পুলিশের ফাঁদে একজন আটক


জুন ৬, ২০২৩ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে তিন কেজী গাঁজাসহ সাজিবুল হক নামের এক যুবককে আটক করেন থানা পুলিশ। আটক ব্যক্তি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রুসুলপুর গ্রামের রায়েফ আলীর পুত্র। সোমবার সন্ধা সাতটার সময় উপজেলার টুকের বাজার পয়েন্ট থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুর রহমানসহ কন্সটেবল আলী হোসেন অভিযান দিয়ে সাজিবুলকে আটক করেন। এ সময় আটক ব্যক্তির ব্যাগ তল্লাসি করলে তিন কেজী গাঁজা উদ্ধার করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

থানাসূত্রে জানা যায়, সিলেট থেকে উপজেলার পাড়ুয়া আলুঘাটে এ গাঁজারচালান নিয়ে যাওয়ার সময় টুকের বাজার পয়েন্টে অবস্থানকালে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করেন। এরপর তার ব্যাগ তল্লাসিকালে তিন কেজী গাঁজা উদ্ধার করেন।

 

সূত্রে জানা যায়, আটক ব্যক্তি এর আগেও কয়েকবার গাঁজার চালান নিয়ে এসেছে পাড়ুয়া আলুঘাট এলাকায়। পাড়ুয়া গ্রামের স্থানীয় কয়েক যুবক জানান, দীর্ঘদিন যাবত আলুঘাট এলাকায় গাঁজা,ফেন্সিডিল ও ইয়াবা সেবীদের আড্ডা চলে আসছে। জেলার বিভিন্ন এলাকা থেকে চুরাচালানীরা আলুঘাটের কয়েকটি চক্রকে এসব মাদক সাপ্লাই দিয়ে আসছে। স্থানীয়ভাবে এসব মাদকসেবীদের বিরুদ্ধে সৌচ্চার ভূমিকা পালন করলেও থামানো যাচ্ছেনা তাদের অবৈধ এসব কার্যক্রম। স্থানীয় আওয়ামীলীগ নেতা বিল্লাল আহমদ জানান, কোম্পানীগঞ্জ থানা প্রশাসন আরও কঠোর অবস্থান নিলে মাদকসেবীদের এ আস্থানা ধংস করা সম্ভব হবে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় সুরমা ভয়েসকে বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, ডাকাতি ও অন্যান্য সংগবদ্ধ অপরাধী গ্রেফতারসহ মাদক উদ্ধারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য সন্ধ্যা সাতটায় অভিযান দিয়ে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলার টুকেরগাঁও, বউ বাজার, পাড়ুয়া,সাকেরা স্টোন ক্রাশিং এলাকা, ভোলাগঞ্জ,দক্ষিণ বুড়দেও,দলইরগাঁও,গৌড়িনগর,খাগাইলসহ কয়েকটি পয়েন্টে মাদকের রমরমা আড্ডা চলে আসছে। এসব এলাকায় সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাফকসেবীরা মাদক সেবনের জন্যে ছুটে আসে। স্থানীয়ভাবে এদের প্রতিরোধের চেষ্ঠা করলেও ভিন্ন কৌশলে মাদক সাপ্লাইয়ার ও মাদকসেবন চলছে এসব এলাকায়। কোম্পানীগঞ্জ থানা প্রশাসন কঠোর ও কৌশল ভূমিকা নিলে মাদক নির্মূল সম্ভব হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।