surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রবীন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলামের দাফন সম্পন্ন


জুন ৯, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের জৈষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইসলামের পিতা ও উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ডা. নুরুল ইসলাম (৭৫) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ পরবর্তি থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় পঞ্চায়েত কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহণ করেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সহ সভাপতি হুমায়ন কবির মুছব্বির, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমএ রফিকুল হক,সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত শের তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাভ আহমেদ, দপ্তর সম্পাদক কবির আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মারজান আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বক্স, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরিফ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য নুরুল ইসলাম বৃহস্পতিবার ০৯ জুন রাত ২ টা ৩০ মিনিটের সময় উত্তর বুরদেওস্থ নিজ বড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তিনি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপারগ্রামে আদি বাসিন্দা মৃত মোজাফফর আলীর তৃতীয় সন্তান। ব্যবসাসূত্রে আশির দশক থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সদরে স্থায়ী হয়েছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

গত শুক্রবার হার্ট অ্যাটাক করেছিলেন। চিকিৎসা শেষে সোমবার তিনি বাসায় ফেরেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে তাঁর প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।