সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শাখা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জিকরুল ইসলামের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. নুরুল ইসলাম (৭৫) বৃহস্পতিবার রাত ২ টা ৩০ মিনিটের সময় নিজ বড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নুরুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা তাঁতী লীগের পক্ষে শোক প্রকাশ করেন শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহ অলিদুর রহমান ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ।
আজ এক শোক বিবৃতীতে জেলা তাঁতী লীগ সাধারণ বলেন, জনাব নুরুল ইসলামের মৃত্যুতে কোম্পানীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি করেছে। কোম্পানীগঞ্জ আওয়ামী পরিবার একজন অভিভাবককে হারালো।
সুজন দেবনাথ বিবৃতীতে আরও জানান, মরহুম নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
দোয়া করি মহান আল্লাহ সুবাহানা-তায়ালা যেন মরহুমকে জান্নাতবাসী করেন এবং শোকার্ত পরিবারবর্গকে এই মৃত্যুশোকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন।
আমি মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।