surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে চিপসের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা


এপ্রিল ১২, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে এক কিশোরের বিরুদ্ধে চিপসের লোভ দেখিয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কিশোরের নাম রাব্বি (১৬)। লম্পট কিশোর উপজেলার কাঠাল বাড়ি গ্রামের জালাল মিয়া। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

রোববার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, শিশুর বাবা একজন অটোরিকশাচালক।
ঘটনার দিন ইফতারের পরে শিশুটি তাদের ঘরের সামনের রাস্তার পাশে থাকা তার বাবার অটোরিকশার ওপর বসে ছিল। এ সময় অভিযুক্ত কিশোর শিশুটিকে চিপস দেওয়ার কথা বলে নির্মাণাধীন নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে এ বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী ওই শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিল্লোল রায় জানান, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।