দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-
দোয়ারাবাজারে জেলা জাপা’র সদস্য ও জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক সুনামগঞ্জ-৫ আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী মাহবুব আহমদ নিউটন গণসংযোগ ও উপজেলা সদরে অগ্নিাকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে উপজেলা সদরে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শনের পর তিনি উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। বিগত দিনে হাজী আব্দুল করিম ফাউন্ডেশনের মাধ্যমে দুই উপজেলার বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনাকাল, ভয়াবহ বন্যা পরবর্তী দুই উপজেলা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। পার্টি আমাকে মনোনয়ন দিলে ছাতক-দোয়ারাবাজার আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চাই। আমি সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের সমর্থন এবং সহযোগিতা কামনা করছি।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি ও জাপা নেতা মুজিবুর রহমান, দোয়ারাবাজার উপজেলা জাপা নেতা উসমান আলী, আজাদ মিয়া, ফয়জুল করিম, ইসহাক আলী, ছাতক উপজেলা যুব সংহতি নেতা শমসের আলী, ছাত্র সমাজ নেতা তানভীর আহমদ প্রমুখ।