দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল (৪২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কচুবিল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ইসমাইল উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের তিলুরা গ্রামের আব্দুল মজিদের পুত্র ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কচুবিলে বেড়িবাঁধে মাছ ধরতে গেলে বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই ইসমাইল মারা যায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, বজ্রপাতে মৃত ইসমাইলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।