surmavoice24.com
সিলেটশনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

বালুখেকুরা আমাদের বসতবাড়ি লুটেপুটে নিবে, প্রবাসী রফিকুল ইসলাম


জুন ১৭, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ইজারাবর্হিভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে ১৩ টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকাকে আটক করে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ জুন) বিকেল ৩ টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডি.এম সাদিক আল শাফিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ইজারা বহির্ভূতস্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে  শনিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় ১৩ টি ট্রলার মালিককে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইজারা বহির্ভূত এলাকা হতে বালু উত্তোলনের কারণে এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশন (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন।

জানা যায়, নদীবেষ্টিত ঢালার পাড় গ্রামের ভেতরে মূল্যবান খনিজবালু রয়েছে। ইজারাসীমানার প্রায় অর্ধ কিলোমিটার ভেতর থেকে লিস্টার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে মর্মে খবর উপজেলা প্রশাসন অভিযানে নামে। বালু উত্তোলনকারীরা অভিযানের বিষয়টি টের পেয়ে ইজারাবর্হিভূত স্থান থেকে বালুবাহী নৌকাগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সরানোর সময় ১৩টি নৌকা আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) .এম সাদিক আল শাফিন।

দক্ষিণ ঢালারপাড় গ্রামের আবু আব্দুল্লাহ প্রতিবেদককে জানান, গ্রামের ভেতর থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। বসত ঘরের পেছন থেকে যন্ত্রদানব লিস্টার মেশিন দিয়ে গভীর গর্ত করে বালু উত্তোলন করছে চক্রটি।

আব্দুল আলী নামে এক স্কুল শিক্ষার্থী জানান, প্রতি বছর ছোট-খাটো বন্যা আসলেই আমাদের বাড়িঘর ভেঙ্গে যায়। নদী ততটা গভীর না হলেও সামান্য বর্ষায় ঘরবাড়ি ভেঙ্গে যায়। এ বছর যেভাবে গভীর খনন করে বালু উত্তোলন করছে তাতে আগামী বছরের বন্যায় ঢালারপাড় গ্রাম আর থাকবেনা।

রফিকুল ইসলাম নামে এক প্রবাসী জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে একটি টহল টিম বসানো উচিত। নইলে এই বালুখেকুরা আমাদের বসতবাড়ি লুটেপুটে নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং প্রতিবেদকে বলেন, আগামীকাল ইজারাপক্ষের সাথে জেলা প্রশাসনের চুক্তিপত্র হাতে পাবো। কাগজ হাতে পাওয়ার পরে ইজারা সংশ্লিষ্ট সকল বিষয় জানতে পারবো। কেউ যদি অবৈধভাবে ইজারাবর্হিভূত স্থান থেকে বালু উত্তোলন করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।