surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুললেন ১নং ইসলামপুর ইউনিয়ন ফুটবল দল


জুন ১৮, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ((অনুর্ধ্ব ১৭) খেলায় কোম্পানীগঞ্জ উপজেলা ফাইনাল ম্যাচে ৪নং ইছাকলস ইউনিয়ন ফুটবল দলকে ০২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ফুটবল দল।

শনিবার টুকের বাজার খেলার মাঠে বিকাল ০৪টায় অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ক্রেস্ট তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি ফয়জুর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন,কোষাধ্যক্ষ রাসেল আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।