surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭
আজকের সর্বশেষ সবখবর

সাদা পাথরে পর্যটক নিখোঁজ


জুলাই ২, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে গোসলে নেমে আব্দুস সালাম (২৩) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। রবিবার (২জুলাই) দুপুর ৩টার দিকে ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মিরপুর ১১ নম্বর থেকে ৬ জনের একটি গ্রুপ ভোলাগঞ্জ সাদাপাথর ভ্রমণে আসেন। সেখান থেকে আব্দুস সালাম তিনি নিখোঁজ হন। তিনি সাতার জানেন না। ঈদের পর থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ধলাই নদীতে স্রোত প্রবল থাকায় তিনি ভেসে গেছেন বলেও জানান।

বিকেল ছয়টা পর্যন্ত তার লাশ উদ্ধার হয়নি। লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোম্পানীগঞ্জ থানাপুলিশ ও প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (মিডিয়া) মাসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজ পর্যটক আব্দুস সালাম উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোম্পানীগঞ্জ থানাপুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।