surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬
আজকের সর্বশেষ সবখবর

দুই দিন পর সাদা পাথরের জলে ডুবন্ত যুবকের লাশ উদ্ধার


জুলাই ৪, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামের (২৩) মরদেহ ৪৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার স্টেশনের ডুবুরি দল।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে জিরো লাইনে মরদেহটি ভেসে ওঠে। নিহত এই পর্যটক ঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়  পর্যটকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্তের ব্যপারে আলোচনা চলছে।

এর আগে ২ জুলাই দুপুর আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এরপর থেকে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।

নিখোঁজের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন জানান, মিরপুর থেকে তারা ৬ বন্ধু ঈদের ছুটি কাটাতে সাদাপাথর ঘুরতে আসেন। এখানে আসার পর সবাই পাথরের ওপর দিয়ে চলা স্বচ্ছ পানিতে অন্যান্য পর্যটকদের মতো সাঁতার কাটতে নামেন। এ সময় আব্দুস সালামসহ দুজন ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় পানির স্রোতে সালাম নিখোঁজ হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

নিহত আব্দুস সালামের পিতা ও মাতা আট বছর পূর্বে দুরারোগ্যে আক্রান্ত হয়ে মারা যান। চাচার বাড়িতে মানুষ হোন তিনি। এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।