কর্ম সেবা প্রগতি পতাকাবাহী বাংলাদেশ তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপিত হয়।
শনিবার বিকাল ৪ টায় কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিতব্যভ কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সামসুল আলম।
কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলামের সভাপতিতে ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলামের এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সহ সভাপতি ইসমাইল আলী ও আল হাদি, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,ইউনিয়ন তাঁতী লীগ নেতা রাজু আহমদ,সালেহ আহমদ, ছাত্র লীগ নেতা ইউসুফ আমি জনিসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ,তাঁতী লীগ ও ছাত্রলীগ নের্তৃবৃন্দ।