সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রগাঁও নামক স্থানে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ ছাড়া ঘোরতর আহত হয়েছে আরও চারজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে; তারা হলেন: অটোরিকশাচালক মো. কালন ও যাত্রী কাজী আমির উদ্দিন। এ ছাড়া হতাহত সব যাত্রী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসে আট যাত্রী ঢাকার মানিকগঞ্জ থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কের সালুটিকর সুন্দ্রাগাঁও এলাকায় একটি অটোরিকশাকে ওই মাইক্রোবাস সামনের দিক দিয়ে সংঘর্ষ লাগে। মুখোমুখি সংঘর্ষের শিকার মাইক্রোবাস ও সিএনজি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার পাঁচযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালকও মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
সিলেট গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থলে পাঁচযাত্রী নিহত হন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালকও মারা যান। চিকিৎসাধীন অবস্থায় আরও একজন সহ সাতজন মারা গেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলেট-ভোলাগঞ্জ সড়কে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হন।