সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর গুচ্ছগ্রাম এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৭টায় স্থানীয়রা এ লাশ দেখতে পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ’কে খবর দেন। খবর পেয়ে সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক এরশাদ আহমদ এ সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়া যুবকের লাশ হতে পারে।
বিজিবির মাধ্যমে বিএসএফ কে সংবাদ পাঠানো হয়েছে, লাশ সনাক্তকরণের জন্য কাজ করা হচ্ছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।