surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ধলাই নদীতে উদ্ধারকৃত ভাসমান সেই লাশ ভারতীয় নাগরিকের


আগস্ট ১০, ২০২৩ ৭:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।অজ্ঞাত সেই ব্যক্তির নাম ফিলটন থাম (৩০)। তিনি ভারতের ইস্ট খাসি হিলস এলাকার পেয়ারনাই গ্রামের বিধুরা থামের ছেলে।

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ২ দেশের পুলিশ ও ঊর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৭ টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করে। বিস্বস্থ্য সূত্রে জানা যায়, ফিলটন থাম সহ আরও তিন যুবক গত রোববার
ধলাই নদীর উৎসমুখে মাছ ধরতে এসেছিল। এ সময় অসাবধানতাবসত পা পিছলি পানির স্রোতে ভেসে যান তিনি। দুইদিন পানিতে ভেসে থাকার পরে বাংলাদেশের ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম নামক স্থান থেকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিখোঁজ ফিলটন থামের লাশ উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান- উদ্ধার হওয়া লাশটি ভারতীয় নাগরিকের।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দুই দেশের পুলিশ এবং বিজিবি ও বিএসএফ-এর উপস্থিতিতে লাশ ভারতে হস্তান্তর করা হয়েছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।