surmavoice24.com
সিলেটশুক্রবার, ১৪ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৪
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও বিদায়ী সংবর্ধনা প্রদান


আগস্ট ২৯, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপি কতৃক গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৯ আগস্ট আনসার ও ভিডিপি কার্যালযয়ে এ মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণের ৮ ম দিনে প্রশিক্ষণ পরিদর্শনে আসেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সেলিনা বেগমের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মিজানুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যাবস্থাপক আবু বক্কর সিকদার।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। এ সময় তিনি ইউনিয়ন দলনেত্রীদের অবসরজনিত বিদায় অনুষ্ঠান ও জাতীয় সমাবেশ -২০২৩ উপলক্ষে পুরস্কার প্রাপ্ত দলনেতা ও কমান্ডারদের সংবর্ধনা প্রদান এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।