surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে কলাউড়া প্রিমিয়ার লীগের ফাইনাল ১-০ গোলে জয়ী ফ্রেন্ডস গ্রুপ


আগস্ট ৩১, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজারে কলাউড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ এক ফাইনাল ম্যাচে ১-০ গোলে বিজয়ী হয় কলাউড়া ফ্রেন্ডস গ্রুপ। রানার্সআপ দল কলাউড়া সাদিক গ্রুপ।

খেলায় রেফারির দায়িত্বপালন করেন সাব্বির আহমেদ। খেলা শেষে এক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খোরশেদ আলম, ইউপি সদস্য নুরুল ইসলাম, মনু মিয়া, আমির হোসেন মেম্বার, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, তোফায়েল আহমেদ, সাবেক ইউপি সদস্য উজায়ের মজুমদার ফারুক, সাইফুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী দলের প্রথন পুরুষ্কার ওয়ালটন ফ্রিজ এবং রানার্স আপ দলের মধ্যে এলএডি টিভি দ্বিতীয় পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।