surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

নতুন নেতৃত্বে সংগঠিত হচ্ছে কোম্পানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ


সেপ্টেম্বর ৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে নতুন নেতৃত্বের সন্ধানে নেমেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার উপজেলার চরারাবাজার ও দয়ারবাজারের উত্তর রণিখাই ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা ইমরান জাকিরের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয় সম্পাদক মো: ইকবাল হোসাইন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যৌথ সঞ্চালনায় কোম্পানীগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ আহমদ।
দুইটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্রাট, উপ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শাহ আলম, উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা তাঁতী লীগের সভাপতি সাংবাদিক শের তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আলা উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন, সজিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ওমর আলী, সহ-সভাপতি এজাজ আহমদ, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগ নেতা রুবেল আহমদ, উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল হক, তুষার আহমদ সোহাগ, রাসেল আহমদ, কবির আহমদ, আব্দুস ছালাম, সাখাওয়াত হোসেন, ,জাহাঙ্গীর আলম রুকন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথি জনাব পিযুষ কান্তি দে তার বক্তব্য বলেন শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠনে আগামী দিনে যারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীল হবেন তাদেরকে কঠিন পরীক্ষা দিয়ে দলের নেতৃত্বে আসতে হবে। সামনের জাতীয় নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনে সাথে এক হয়ে কাজ করতে হবে। পরে সংগঠনকে গতিশীল করার জন্য ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের নামের তালিকা করেন।

উল্লেখ্য নাজিম আহমদকে সভাপতি ও সাহাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে গঠিত কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ গত দুই যুগ ধরে নিষ্ক্রিয় থাকার পরে সংগঠনটির নতুন নেতৃত্বের সন্ধানে নেমেছে জেলার দায়িত্বশীলরা।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।