সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইছাকলস ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
রোববার ১০ সেপ্টেম্বর বিকাল ৩টার সময় ইউনিয়নের ইছাকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা ইমরান জাকিরের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয় সম্পাদক মো: ইকবাল হোসাইন ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠনে আগামী দিনে যারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীল হবেন তাদের কে কঠিন পরীক্ষা দিয়ে দলের নেতৃত্বে আসতে হবে। সামনের জাতীয় নির্বাচনে নৌকার বিজয় কে নিশ্চিত করার জন্য স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনে সাথে এক হয়ে কাজ করতে হবে।পরে সংগঠন কে গতিশীল করার জন্য উনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের নামের তালিকা করেন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্রাট, অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জাহিদ আল হাসান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান,জেলা মৎস জীবিলীগের সহ সম্পাদক সেলিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন, বাদশা মিয়া, আব্দুস সালাম আজাদ, সোহাগ আহমদ তুষার, সিদ্দিকুর রহমান খসরু, বাদশা মিয়া, সাখাওয়াত হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুরঞ্জিত সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, যুগ্ন সাধারণ সম্পাদক সনু বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমদ, সারোয়ার খান, সায়মন, আনাসুর রহমান, মন্তুষ বিশ্বাস, রুম্মান, শাহীদি, নবী হোসেন প্রমুখ।