surmavoice24.com
সিলেটসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে শিখেছে, এড. নাসির উদ্দিন


অক্টোবর ২৪, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গতকাল ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জে আসেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

এ সময় কোম্পানীগঞ্জের জীবনপুর সার্বজনীন দূর্গা মন্দির, জীবনপুর উদয়ন পূজা মন্ডপ সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন।

রাত সারে নয়টায় উপস্থিত হন জীবনপুর উদয়ন পূজা মন্ডপে । পূজা মন্ডপে পৌছালে মন্ডপের মুল ফটকে পূজার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মন্ডপ পরিদর্শনকালে তিনি পূন্যার্থী ও দর্শনার্থীদের উদ্যেশ্যে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানান ধর্মের মানুষজনে বসবাস। আমাদের সবার একটাই পরিচয়,”আমরা সবাই বাঙ্গালী”। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিদের জন্যই এই দেশ এনে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখতেন এ দেশ বাঙ্গালিরা এগিয়ে নিয়ে যাবে। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন স্বয়ংসম্পূর্ন হবে। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উচু করে দাড়াতে শিখেছে। গত ১৫ বছরে দেশ ডিজিটাল হয়েছে। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে দেশ স্মার্টযুগে প্রবেশ করবে। সে জন্য আমরা সকল বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সংসদে পাঠাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শাহ আলম,  উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও সংরক্ষিত জেলা পরিষদ সদস্য তামান্না আক্তার হেনা, উপজেলা তাঁতী লীগ সভাপতি শের তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুকুজ্জামান রানা, সাহাব উদ্দিন, জীবনপুর সার্বজনীন দূর্গা মন্দির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক পলাশ দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব দেবনাথ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ সভাপতি হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন সহ বিপুল সংখ্যক দর্শনার্থী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।