surmavoice24.com
সিলেটরবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
আজকের সর্বশেষ সবখবর

অবরোধে অস্তিত্বহীন কোম্পানীগঞ্জ বিএনপি-জামায়াত


অক্টোবর ৩১, ২০২৩ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

সম্পাদকীয়: দীর্ঘদিন আন্দোলন ও মিছিল থেকে দূরে ছিল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি-জামায়াত। দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবীতে দেশের বিভিন্ন জেলা উপজেলায় আবারও মাঠে নেমেছে সাবেক দুই জোট দল। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় দলের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা কোনঠাশা রয়েছে। এছাড়াও একাত্তরের স্বাধীনতা যুদ্ধপরাধে দন্ডিত কেন্দ্রীয় কয়েক নেতা দণ্ডাদেশ পাওয়ায় রাজনৈতিক বেকাদায় থাকা দলটি নতুন করে নিজেদের গোছানোর চেষ্টা চালাচ্ছে। দীর্ঘদিন যাবত গোপনে মিটিং মিছিল করে আসছে দলটির উপজেলা পর্যায়ের নেতারা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবীতে আন্দোলনরত বিএনপির আন্দোলনের ফাকে নিজেদের শক্তিমত্তা প্রমাণ দেওয়ার সুযোগ ছিল উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। গোপনে মিটিং চালালেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল পালন করা দলের নেতাকর্মীরা তিন দিনের অবরোধের প্রথম দিনে মাঠেই নামেনি। অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় জামায়াতের সাথে কেন্দ্রীয় বিএনপির যোজন-যোজন দূরত্ব থাকলেও আওয়ামী লীগ সরকার পতনে দুই দলের কোম্পানীগঞ্জ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে গলায় গলায় ভাব। দু দলেরই উদ্যোশ্য এক। তবে উপজেলা বিএনপিতে নেতৃত্বের লড়াই চলছে। গত কয়েক মাস যাবত দলটি দুই ভাগে বিভক্ত হয়ে মিছিল মিটিং করে আসছে। তাদের সাথে সহযোগী সংগঠন গুলোতেও বিভক্তি থাকার তথ্য মিলেছে। তবে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা দলে বিভক্তি চায় না। আন্দোলনের মাঠে একক বিএনপিকে নিয়ে মাঠে লড়তে চায় কর্মীরা। তবে মাঠের আন্দোলনে না থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেই সরব দুইটি দলের নেতাকর্মীরা। অবরোধের প্রথম দিনে জামায়াত-বিএনপি সহ দল গুলোর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে নামেনি। এর আগেও গত ২৯ তারিখে পূর্ব নির্ধারিত হরতালে মাঠে আসেনি কোম্পানীগঞ্জ বিএনপি ও জামায়াত সহ এদের সহযোগী সংগঠন গুলো।

অবরোধে উপজেলা বিএনপি ও জামায়াতের কোনো রকম কার্যক্রম না থাকার ফলে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে যানচলাল স্বাভাবিক ছিল। তবে দূর পাল্লার বাস চলাচলে বিরত ছিল। উপজেলার প্রধান প্রধান বাজারের দোকানপাট গুলো খোলা ছিল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রধান প্রধান হাট গুলোতে ক্রেতারা অন্যান্য দিনের মতই নিজেদের কেনাকাটা করতে এসেছিল। উপজেলার টুকের বাজার,থানা বাজার, ভোলাগঞ্জ পয়েন্টে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিল। জামায়াত- বিএনপির অবরোধ ঠেকাতে মাঠে ছিল কোম্পানীগঞ্জ ছাত্রলীগ।

অবরোধ দিলেও মাঠে না থাকার বিষয়ে জানতে চাইলে বারবার ফোন দিয়েও ফোন রিসিভ করেনি উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন ও জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান।

তবে অবরোধে জামায়াত বিএনপি তান্ডব না চালানোর কারনে স্বস্তি প্রকাশ করেন পরিবহন শ্রমিক সাজিদুর রহমান।

সিলেটের সাথে কোম্পানীগঞ্জের একমাত্র যোগাযোগ মাধ্যম বঙ্গবন্ধু মহাসড়ক। এই সড়কে অবরোধ প্রতিরোধে সক্রিয় ছিল সিলেট জেলা ছাত্রলীগ। মাঠে ছিল জেলা তাঁতী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা।

সাধারণ মানুষের দূর্দাশা লাঘবে সড়কে অবরোধ প্রতিরোধ টিম গড়ে তুলেছেন বলে জানান সিলেট জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ। প্রতিবেদককে তিনি আরও বলেন, দেশের মানুষ অবরোধ মানতে চায় না। এই জামায়াত-বিএনপি সাধারণ মানুষের ঘারে জোর করে অবরোধের মতো জঞ্জাল চাপিয়ে দিতে চায়।

সড়কে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় পুলিশের একাধিক টিম দিনরাত টহল দিয়ে যাচ্ছে বলে জানান কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

এদিকে সিলেটে অবরোধে পিকেটিং করতে গিয়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুব দলের এক নেতা নিহতের প্রতিবাদে বুধবার (১ নভেম্বর) সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা যুবদল। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় প্রতিবাদ সমাবেশ শেষে হরতালের ডাক দেয় সিলেট জেলা যুবদল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।