surmavoice24.com
সিলেটসোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৭
আজকের সর্বশেষ সবখবর

মিয়ান আরেফি যুক্তরাষ্ট্রের কেউ নন!


নভেম্বর ৩, ২০২৩ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মিঞাঁ জাহেদুল ইসলাম আরেফি ওরফে মিয়ান আরেফি যুক্তরাষ্ট্রের কেউ নন বলে জানিয়েছে ওয়াশিংটন। বুধবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব জানানো হয়।

এদিন মার্কিন ব্রিফিংয়ে ঢাকায় বিএনপি কার্যালয়ে মিয়া আরেফির বক্তব্য ও প্রেসিডেন্ট বাইডেনকে এক দিনে তার ১০ থেকে ২০ টি টেক্সট ম্যাসেজ পাঠানোর দাবির প্রসঙ্গ ওঠে।

যুক্তরাষ্ট্র সরকারকে বিব্রত করার জন্য ওয়াশিংটন কি মিয়া আরেফি বা তার সঙ্গে সম্পৃক্ত বিএনপি নেতাদের বিরূদ্ধে ব্যবস্থা নেবে- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র সরকারের কেউ নন।

এর বাইরে ওই ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তার কোনো মন্তব্য নেই।

যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বলবে কি না জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী, নাগরিক সমাজ-সবার। এ বিষয়টি তিনি গত মঙ্গলবার এবং তার আগেও অনেকবার বলেছেন। শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু নির্বাচন-বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্রও তা চায়।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।